ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সোজাসাপ্টা বার্তা

২০২৬ জানুয়ারি ১১ ১৮:১৯:৪৮
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সোজাসাপ্টা বার্তা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “৯০-এর গণঅভ্যুত্থান ও ২৪-এর গণঅভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্তে রচিত। ২৪ আগস্টের রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে আমার দলের কাউকেই দেখেনি। তাই বলি—‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।’”

শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজের বাসভবনের সামনে নির্বাচনী অফিস উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।

বিএনপি থেকে সদ্যবহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আরও বলেন, “আমি কোনো দলের বা স্বার্থন্বেষী মহলের নই, আমি আমার মাটির মানুষের। তাদের দিকে তাকিয়ে জীবন বাজি ধরেছি। যারা আগে অদৃশ্য ছিল, তারা এখন আমার নেতাকর্মীকে হুমকি দেয়। ১৫ মাসে এতো চর্বি হয়েছে যে, ভয় দেখানো হচ্ছে।”

তিনি বলেন, “শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকে এক মুহূর্তের জন্য ভয় পাইনি। অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা আছে। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর টোকা দেওয়ার আগে আমাকে জবাব দিতে হবে।”

রুমিন ফারহানা জনগণের পাশে থাকার কারণে নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন উল্লেখ করে বলেন, “৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদারের দ্বারা হয়নি। সাধারণ মানুষ, ছাত্র এবং খেটে খাওয়া মানুষের আত্মত্যাগে এই আন্দোলন সফল হয়েছিল, যাদের মধ্যে আমার বাবাও ছিলেন।”

উদ্বোধন শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবজাল হোসেন, সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জানুয়াদে খানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে