ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

হজের ফ্লাইট নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

২০২৬ জানুয়ারি ১১ ১৯:৩০:৩৯
হজের ফ্লাইট নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ধর্ম মন্ত্রণালয় রবিবার হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো চিঠিতে এই চূড়ান্ত তারিখ নিশ্চিত করেছে। তবে এবারের যাত্রায় হজযাত্রী ও এজেন্সিগুলোর জন্য বেশ কিছু নতুন নির্দেশনাও জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের হজে কোনো এজেন্সি একবারে তাদের সকল হজযাত্রী পাঠাতে পারবে না। প্রতিটি এজেন্সিকে তাদের মোট যাত্রীর অন্তত ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে। এছাড়া প্রথম ও শেষ পর্যায়ের ফ্লাইটে টিকিট ইস্যুর হার ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এই সীমার কম বা বেশি টিকিট ইস্যু করা যাবে না।

নতুন নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, সৌদি সরকারের নিয়ম মেনে একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে পাঠানো বাধ্যতামূলক। মূলত জেদ্দা ও মদিনা বিমানবন্দরে চাপ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় এ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট তিনটি সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে