ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

হামিমকে নিয়ে নতুন বার্তা দিলেন তারেক রহমান

২০২৬ জানুয়ারি ১২ ০৯:৫৯:০০
হামিমকে নিয়ে নতুন বার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে গাড়ি থামিয়ে তার সঙ্গে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১১ জানুয়ারি) হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। এরপরই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে থাকা হামিমকে দূর থেকে দেখতে পেয়ে তারেক রহমান নিজেই গাড়ির দরজা খুলে তাকে কাছে ডেকে নেন। পরে দুজনের মধ্যে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলাপ হয়। এ সময় তারেক রহমানকে বেশ আন্তরিক ভঙ্গিতে হামিমের সঙ্গে কথা বলতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করে হামিম তার অনুভূতি প্রকাশ করে লেখেন,‘আমি গর্বিত, প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।’

ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই তারেক রহমানের এই আচরণকে নেতাকর্মীদের প্রতি তার ঘনিষ্ঠতা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে