ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

টেকনাফের সেই শিশুর সর্বশেষ অবস্থা 

২০২৬ জানুয়ারি ১১ ১৮:৩৩:১০
টেকনাফের সেই শিশুর সর্বশেষ অবস্থা 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে আসা গুলিতে ৯ বছর বয়সি শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় শিশুটিকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায়। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, বিকাল পৌনে ৫টায় শিশুটিকে আইসিইউতে নেওয়া হয়েছে।

হুজাইফা আফনান সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছাব্রীজ এলাকায় গুলিবিদ্ধ হন। তিনি লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের সন্তান এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল শিশুটি নিহত হয়েছে, তবে হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস পরে নিশ্চিত করেছেন যে শিশুটি বেঁচে আছে এবং চট্টগ্রামে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

টেকনাফ হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গত তিন দিন ধরে আরাকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ চলছে। সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির কারণে এপারেও আতঙ্ক বিরাজ করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে