ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

দ্বিতীয় দিনে মান্নাসহ আপিল মঞ্জুর ৫৭ জনের

২০২৬ জানুয়ারি ১১ ১৮:০৭:০৭
দ্বিতীয় দিনে মান্নাসহ আপিল মঞ্জুর ৫৭ জনের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনে বড় সংখ্যক প্রার্থী স্বস্তি পেয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার ৫৭ জন প্রার্থীর আপিল আবেদন গ্রহণ করে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলগুলোর ওপর শুনানি গ্রহণ করে রায় দেয়।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের শুনানিতে তালিকাভুক্ত ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আপিল আবেদনের ওপর আলোচনা ও যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে অধিকাংশ আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য উপস্থাপন করতে সক্ষম হওয়ায় কমিশন তাদের পক্ষে রায় দেয়।

শুনানিকৃত ৭০টি আবেদনের মধ্যে ৫৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে, ঋণখেলাপি অবস্থান, দ্বৈত নাগরিকত্ব অথবা মনোনয়নপত্রে গুরুতর তথ্যগত অসংগতির কারণে ১০ জন প্রার্থীর আবেদন নামঞ্জুর করা হয়। এছাড়া আরও তিনটি আবেদনের বিষয়ে অধিকতর যাচাইয়ের প্রয়োজন হওয়ায় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, যেসব প্রার্থী আইন ও বিধিমালার আলোকে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছেন, তাদের আবেদন গ্রহণ করা হয়েছে। আর যেসব ক্ষেত্রে আইনি বাধা বা গুরুতর ত্রুটি পাওয়া গেছে, সেখানে কমিশন কঠোর অবস্থান নিয়েছে।

এর আগে শনিবার আপিল শুনানির প্রথম দিনে ৫২ জনের আবেদন মঞ্জুর করা হলেও কার্যত ৫১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। দুই দিনের শুনানি শেষে এখন পর্যন্ত মোট ১০৯ জন প্রার্থীর আপিল গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এর বিপরীতে ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। কমিশন জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আপিল শুনানি কার্যক্রম চলবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে