ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূচক ও লেনদেন কমলেও মার্কেট মুভারে পরিবর্তন

২০২৬ জানুয়ারি ১১ ১৬:১৪:২২
সূচক ও লেনদেন কমলেও মার্কেট মুভারে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে আজ (১১ জানুয়ারি, ২০২৬) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও কমে আসে। তবে এ পরিস্থিতির মধ্যেও ডিএসইর লেনদেন তালিকা বা মার্কেট মুভারে নতুন করে যুক্ত হয়েছে চারটি কোম্পানি।

ডিএসইর বাজার পর্যালোচনা অনুযায়ী, আজ রোববার মার্কেট মুভারে নেতৃত্ব দেওয়া নতুন কোম্পানিগুলো হলো— সিভিও পেট্রোকেমিক্যাল, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), সামিট অ্যালায়েন্স পোর্ট এবং জিকিউ বলপেন।

এই চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারে। আজ ডিএসইতে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকায়। লেনদেনকালে শেয়ারটির দর ১৫১ টাকা ৩০ পয়সা থেকে ১৫৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ২ টাকা বা ১ দশমিক ৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৭ টাকা ৯০ পয়সায়। লেনদেন চলাকালে দর ১০৭ টাকা ৬০ পয়সা থেকে ১১০ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে। আজ ডিএসইতে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৪২ টাকা ৬০ পয়সা থেকে ৪৪ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

এদিকে জিকিউ বলপেনের শেয়ারে আজ মোট লেনদেন হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ১৯ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ০ দশমিক ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২৮ টাকা ৬০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৫১০ টাকা ১০ পয়সা থেকে ৫৩০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে