ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

২০২৬ জানুয়ারি ১১ ১৫:৪৮:৫০
মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও দলটির মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত জানায়।

ইসি সূত্র জানায়, মান্নার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি হওয়ায় তার আপিল গ্রহণ করা হয়েছে এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা তখন জানান, মান্নার দাখিল করা হলফনামায় একাধিক অসংগতি পাওয়া গেছে। হলফনামায় তিনি ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেননি। এছাড়া হলফনামা সম্পাদনের এক দিন পর তাতে স্বাক্ষর করা হয় এবং সম্পদ বিবরণীর নির্ধারিত ফরম দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে