ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

শুধু ক্রিকেট নয়, এবার পরিষ্কারেও শক্তি দেখালেন শোয়েব আখতার

২০২৬ জানুয়ারি ১১ ১৫:৪৫:১৬
শুধু ক্রিকেট নয়, এবার পরিষ্কারেও শক্তি দেখালেন শোয়েব আখতার

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড টাইলক্স তাদের ব্র্যান্ড কমিউনিকেশন আরও শক্তিশালী করতে কিংবদন্তি পাকিস্তানি পেসার শোয়েব আখতারকে নতুন বিজ্ঞাপনে যুক্ত করেছে। বিজ্ঞাপনটি ইতোমধ্যে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার শুরু হয়েছে এবং দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে ভোক্তাদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছিলেন।

ক্রিকেট বিশ্বে গতি, শক্তি ও আগ্রাসনের প্রতীক হিসেবে পরিচিত শোয়েব আখতার—যিনি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে খ্যাত—এবার সেই শক্তির প্রতিচ্ছবি তুলে ধরছেন ঘরের পরিচ্ছন্নতায়। নতুন বিজ্ঞাপনে টাইলক্সের শক্তিশালী ক্লিনিং ফর্মুলা, জীবাণুনাশক ক্ষমতা এবং কার্যকর পরিষ্কারের বার্তা তুলে ধরা হয়েছে। এতে শোয়েব আখতারকে বলতে শোনা যায়—‘ক্লিন মানেই টাইলক্স, টাইলক্স মানেই ক্লিন।’

টাইলক্স মূলত ঘরবাড়ি ও কর্মপরিবেশকে পরিষ্কার, স্বাস্থ্যসম্মত এবং জীবাণুমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখছে। সাধারণত ক্লিনিং পণ্যে কেমিক্যালের তীব্র গন্ধ থাকলেও টাইলক্সের কোনো পণ্যেই সেই সমস্যা নেই। এটি বাংলাদেশের একমাত্র ক্ষতিকারক অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ, যা ভোক্তাদের কাছে বাড়তি আস্থা তৈরি করেছে।

নতুন বিজ্ঞাপন নিয়ে প্রতিক্রিয়ায় শোয়েব আখতার বলেন,‘আমি সবসময় শক্তি ও পারফরম্যান্সে বিশ্বাস করি। টাইলক্স ঠিক তেমনই—শক্তিশালী, নির্ভরযোগ্য ও কার্যকর। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

টাইলক্সের চিফ বিজনেস অফিসার মারুফুর রহমান বলেন, সাকিব আল হাসানের পর শোয়েব আখতারকে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করার মাধ্যমে টাইলক্স আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে চায়। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো টাইলক্সকে একটি শক্তিশালী, বিশ্বস্ত ও কর্মদক্ষ হোম কেয়ার ব্র্যান্ড হিসেবে ভোক্তাদের সামনে উপস্থাপন করা।

রিমার্ক-হারল্যান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, টাইলক্স এমন একটি সারফেস ক্লিনিং সল্যুশন, যা শুধু পরিষ্কারই করে না, পরিবেশবান্ধব ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত করে। তিনি জানান, টাইলক্সের পণ্য এশিয়ার এই অঞ্চলের অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব ইন্ডাস্ট্রিতে উৎপাদিত হচ্ছে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শোয়েব আখতার যুক্ত হওয়ায় আন্তর্জাতিক পরিসরে টাইলক্সের পরিচিতি আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব আখতার তার দুর্দান্ত গতি ও ভয়ংকর বোলিংয়ের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন। অন্যদিকে সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে টাইলক্সের ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার অন্যতম মুখ ছিলেন।

টাইলক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শোয়েব আখতারকে নিয়ে তৈরি বিজ্ঞাপনটি বর্তমানে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং দর্শক ও ভোক্তাদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে