ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূচক কমলেও বিক্রেতা উধাও ৪ কোম্পানির

২০২৬ জানুয়ারি ১১ ১৫:৫৪:১৩
সূচক কমলেও বিক্রেতা উধাও ৪ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : সূচকের বড় পতনের মধ্য দিয়ে আজ (১১ জানুয়ারি) শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪০ পয়েন্টে। তবে বাজার নিম্নমুখী থাকলেও কিছু শেয়ারে ছিল ভিন্ন চিত্র।

ডিএসইতে আজ মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির। এসব দরবৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্য থেকে বিক্রেতা সংকটের কারণে চারটি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে বন্ধ (হল্টেড) হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো— ফার্স্ট ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, জাহিন স্পিনিং এবং ইউনিয়ন ক্যাপিটাল। আজ এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় নির্ধারিত সীমায় পৌঁছে লেনদেন বন্ধ হয়ে যায়।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ২ টাকা থেকে ২ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিন শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ লাখ ২৭ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শাইনপুকুর সিরামিকসের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সায়। এদিন শেয়ারটির দর ১৩ টাকা ৫০ পয়সা থেকে ১৪ টাকা ৮০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিন শেষে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪৭ লাখ ২৩ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর আজ ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ২০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিন শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আজ ২০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়। লেনদেনকালে শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিন শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ লাখ ৬২ হাজার টাকা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে