ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচন থেকে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

২০২৬ জানুয়ারি ১১ ০৭:৪৪:৪৮
নির্বাচন থেকে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত মিজানুর রহমান চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মূলত বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশ ও অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে ভোটারদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে তার একটি ছবিও প্রকাশ করেছেন।

বিএনপির এই প্রভাবশালী নেতা দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এর আগে তিনি ছাতক উপজেলার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাচাই-বাছাইয়ে তার আবেদন বৈধ বলে ঘোষিত হয়েছিল। উল্লেখ্য, এই আসনে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে প্রার্থী করা হয়েছে।

২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ছাতক-দোয়ারায় ব্যাপক সাড়া ফেলেছিলেন মিজান চৌধুরী। বিশাল কর্মী বাহিনী ও জনসমর্থন থাকায় এবার তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় দলীয় প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বেশ চাপে পড়েছিলেন। মিজান চৌধুরীর এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ফলে আসনটিতে এখন দলীয় প্রার্থীর পথ অনেকটাই সুগম হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ফেসবুকে দেওয়া বার্তায় মিজানুর রহমান চৌধুরী জানান, ভোটারদের ভালোবাসার টানেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে গত ৯ জানুয়ারি গুলশান কার্যালয়ে তারেক রহমান তাকে ডেকে নিয়ে দল ও দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। দলীয় প্রধানের সেই অনুরোধ উপেক্ষা করা তার পক্ষে সম্ভব হয়নি বলেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তে কর্মী-সমর্থকরা কষ্ট পেলেও দলের ক্রান্তিলগ্নে এই ত্যাগ স্বীকার করেছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত এবং শহীদ জিয়া ও বেগম জিয়া তার রাজনৈতিক প্রেরণা। তারেক রহমানকে অভিভাবক এবং ছাতক-দোয়ারার জনগণকে নিজের আত্মার আত্মীয় হিসেবে সম্বোধন করে তিনি ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। সবশেষে, দলের সিদ্ধান্ত মেনে নেওয়ায় সৃষ্ট পরিস্থিতিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে