ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

যে হাদিস ক্ষমতাকে কাঁপায়, বিবেককে জাগায়

২০২৬ জানুয়ারি ০৮ ১২:০৪:৪০
যে হাদিস ক্ষমতাকে কাঁপায়, বিবেককে জাগায়

নিজস্ব প্রতিবেদক : মানুষের জীবন কেবল খাওয়া-পরা, উপার্জন ও ব্যক্তিগত স্বপ্নে সীমাবদ্ধ নয়। প্রতিটি সম্পর্ক—পিতা-মাতা, সন্তান, স্বামী-স্ত্রী, নেতা বা সাধারণ নাগরিক—একটি দায়িত্বের অধ্যায় বহন করে। অনেক সময় আমরা ভাবি, দায়িত্ব আসে ক্ষমতার সঙ্গে; ইসলাম শেখায়, দায়িত্ব আসে সম্পর্কের সঙ্গে। যে মুহূর্তে কেউ কারও জীবনে প্রভাব ফেলে, সেই মুহূর্ত থেকেই সে আল্লাহর সামনে জবাবদিহির অধীনে আসে।

মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, আল্লাহর রাসূল (সা.), এই জবাবদিহি ও দায়িত্বের ধারণাকে হাদিসে স্পষ্টভাবে তুলে ধরেছেন:

আবদুল্লাহ ইবনে‘উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, “তোমরা প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই তার অধীনস্থদের জন্য জিজ্ঞাসিত হবে। নেতা তার অধীন জনগণের জন্য, পুরুষ তার পরিবারের জন্য, স্ত্রী তার স্বামীর ঘরের জন্য, সন্তান তার পিতার সম্পদের জন্য রক্ষক।” (বুখারি, হাদিস: ২৪০৯)

হাদিসে ব্যবহৃত “রক্ষক” (راعي) শব্দের অর্থ কেবল পাহারাদার নয়; বরং দেখাশোনা, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করা এবং অবহেলা থেকে রক্ষা করার পূর্ণ দায়িত্ব বোঝায়।

রাসূলুল্লাহ (সা.) দায়িত্বের স্তরগুলোও স্পষ্ট করেছেন। শাসক তার জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করবে। পরিবারের কর্তা শুধুমাত্র উপার্জনকারী নয়; তিনি পরিবারের ঈমান, নৈতিকতা ও অধিকার রক্ষার দায়িত্ব পালন করবেন। স্ত্রী ও সন্তানদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যা বয়স নয় বরং দায়িত্বের সাথে সম্পর্কিত।

হাদিসের পুনরাবৃত্তি—“তোমরা প্রত্যেকেই রক্ষক”—একটি সতর্কবার্তা: কেউ ভুলেও ভাববে না, এই দায়িত্ব কেবল অন্যদের জন্য। দুনিয়ায় দায়িত্ব অবহেলা করা যেতে পারে, কিন্তু আখিরাতে কোনো দায়িত্ব অস্বীকার করা যাবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে