ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাজারে স্থিতিশীলতার ইঙ্গিতে ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ

২০২৬ জানুয়ারি ০৮ ১৪:৪৭:৫৭
বাজারে স্থিতিশীলতার ইঙ্গিতে ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক : সূচকের ওঠানামার মধ্য দিয়ে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি, ২০২৬) ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ করেছে দেশের শেয়ারবাজার। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয় এবং বেলা সোয়া ১১টার মধ্যেই সূচক ৫ হাজার পয়েন্ট অতিক্রম করে। তবে বেলা সাড়ে ১১টার পর থেকে সূচক একটানা নিম্নমুখী হতে থাকে। পরবর্তীতে আবারও ঘুরে দাঁড়ায় বাজার এবং দিনশেষে সূচক ঊর্ধ্বমুখী রেখেই লেনদেন শেষ হয়।

বাজার সংশ্লিষ্টদের মতে, আগামীতে বাজারের আরও উন্নতির সম্ভাবনায় বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার ধরে রাখছেন। ফলে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমতে দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ দশমিক ৫৪ পয়েন্টে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৪২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ১০ দশমিক ৮০ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৪ দশমিক ৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৫টির শেয়ারের দর বেড়েছে, ১৮৩টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের চিত্রে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মোট প্রায় ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৩৬ কোটি ৫৭ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট মিলিয়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকার। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮১টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৬৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৭ দশমিক ৩১ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ১০৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছিল।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে