ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

হঠাৎ সিদ্ধান্ত: আজ থেকেই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

২০২৬ জানুয়ারি ০৮ ০৯:১১:১২
হঠাৎ সিদ্ধান্ত: আজ থেকেই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে এ বিষয়ে একটি নোটিশ জারি করে সংগঠনটি। নোটিশে জানানো হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।

এর আগে একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। সে সময় ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এলপিজি সিলিন্ডারের মূল্য নতুন করে সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, বিইআরসি প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। সর্বশেষ গত ৪ জানুয়ারি নতুন মূল্য ঘোষণা করে কমিশন। এ বিষয়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, পরিবেশকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে