ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন পদ্ধতিতে হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

২০২৫ ডিসেম্বর ২০ ১৮:৪১:১৪
নতুন পদ্ধতিতে হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত অংশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি করা সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা পরিচালনায় আইসিটি-বুয়েটের তৈরি সফটওয়্যার ব্যবহার করা হবে। সফটওয়্যার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ঢাকার পলাশীতে অবস্থিত আইসিটি, বুয়েট (সিপিএ ভবন–৬) এ একদিনব্যাপী অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল ঠিকানা আগামী ২০ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রশিক্ষণের সময় উপস্থিত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের নিয়োগ খাতের বরাদ্দ অর্থ থেকে বিধি মোতাবেক ভ্রমণ ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) পাবেন।

এ বিষয়ে অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক এ. কে. মোহম্মদ সামছুল আহসান জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী কর্মকর্তাদের তথ্য আহ্বান করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জবস কর্নার এর সর্বশেষ খবর

জবস কর্নার - এর সব খবর



রে