ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শহীদ হাদির জানাজা আজ, ডিএমপি'র বিশেষ নির্দেশনা জারি

২০২৫ ডিসেম্বর ২০ ১০:২৮:৩৬
শহীদ হাদির জানাজা আজ, ডিএমপি'র বিশেষ নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি–এর জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শহীদ হাদির জানাজায় অংশ নিতে আগ্রহীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকারি নির্দেশনায় জানানো হয়েছে, জানাজায় আগত কেউ যেন কোনো ধরনের ব্যাগ, ভারী সামগ্রী বা সন্দেহজনক বস্তু সঙ্গে না আনেন। একই সঙ্গে জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের পুরো এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, জানাজাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের আশঙ্কায় ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্দেশনাসমূহ

১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহন:মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

২. ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন:ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড–গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।

৩. ধানমন্ডি হতে ফার্মগেটগামী যানবাহন:ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট–গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

৪. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন:আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং–ডানে মোড় নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।

৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন:এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে আসাদগেটের দিকে যাবে।

৬. মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭গামী যানবাহন:মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড অপসারণ করা হলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করবে।

৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন:জানাজা নামাজ চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। সে কারণেই জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে বের হলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

এরপর ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ ঢাকার উদ্দেশে রওনা দেয়। একই দিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে