ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির ফাঁকা আসনে লড়বেন জোটের যেসব হেভিওয়েটরা

২০২৫ ডিসেম্বর ১৯ ২৩:১৫:৪১
বিএনপির ফাঁকা আসনে লড়বেন জোটের যেসব হেভিওয়েটরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু করেছে বিএনপি। গত বুধবার বৈঠকের প্রথম দিনে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি করে আসনে ছাড় দেওয়ার সবুজ সংকেত দিয়েছে দলটি। এ ছাড়া ১২ দলীয় জোটকে অতিরিক্ত আরও একটি আসন দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এবং জোটের অন্য দলগুলোকে ভিন্নভাবে মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দলীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, পিরোজপুর-১ আসনে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার এবং নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সবুজ সংকেত দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার এলডিপি, গণতন্ত্র মঞ্চ এবং গণফোরামের সঙ্গেও আসন ভাগাভাগি নিয়ে পৃথক বৈঠক করেছে বিএনপি। মিত্রদের শীর্ষ নেতাদের জন্য নির্দিষ্ট কিছু আসন ফাঁকা রাখা হলেও অনেক ক্ষেত্রে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে; তবে চূড়ান্ত সমঝোতা সাপেক্ষে সেখান থেকে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে।

ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকির নাম প্রায় নিশ্চিত। এ ছাড়া পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত রয়েছে। অন্যদিকে ২০১৮ সালের নির্বাচনের মতো পাবনা-১ আসনটি গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদকে এবং কুমিল্লার একটি ও চট্টগ্রামের একটি আসনে এলডিপির শীর্ষ নেতাদের জন্য সমঝোতার পথে হাঁটছে বিএনপি।

যুগপৎ আন্দোলনের বাইরে জমিয়তে উলামায়ে ইসলামকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিএনপি। দলটিকে চারটি আসন ছাড় দেওয়ার পরিকল্পনা থাকলেও তারা ১০টি আসনের দাবি জানিয়েছে। এ ছাড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে। পাশাপাশি তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্ব।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। বিএনপি ইতোমধ্যেই দুই ধাপে ২৭২টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং বাকি ২৮টি আসন মিত্রদের জন্য ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকা আসনগুলো নিয়েই বর্তমানে শরিকদের সঙ্গে চূড়ান্ত দরকষাকষি চলছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে