ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফেসবুকে হাদিকে নিয়ে মন্তব্য, মেডিকেল অধ্যাপককে অব্যাহতি

২০২৫ ডিসেম্বর ১৯ ২২:৫২:৫৯
ফেসবুকে হাদিকে নিয়ে মন্তব্য, মেডিকেল অধ্যাপককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার দায়ে এনাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) কলেজ কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে জানানো হয় যে, ১৯ ডিসেম্বর ২০২৫ থেকেই এই আদেশ কার্যকর হবে। পাশাপাশি, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিপুন হাজরা নামক একজন ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছিল, কোনো নাগরিকের ওপর এমন হামলা সমর্থনযোগ্য নয় এবং এটি নিয়ে ঠাট্টা করা কুরুচিকর। তবে পোস্টে প্রশ্ন তোলা হয়েছিল যে, হাদির জীবনের দাম কি সাধারণ মানুষের চেয়ে বেশি? এই পোস্টের নিচে মন্তব্য করতে গিয়ে অধ্যাপক তাজিন আফরোজ শাহ অত্যন্ত কড়া ভাষায় ওসমান হাদিকে আক্রমণ করেন। তিনি হাদিকে ‘টোকাই’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে লেখেন যে, দেশের ক্ষতি ছাড়া তিনি আর কোনো কাজ করেননি এবং তাঁর প্রতি কোনো সহানুভূতি নেই।

বিতর্ক এখানেই থেমে থাকেনি। নিপুন হাজরা যখন প্রতিউত্তরে বলেন যে, টোকাই হলেও কারো এমন মৃত্যু কাম্য নয়; তখন ডা. তাজিন পাল্টা মন্তব্যে আরও কঠোর অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, এই মৃত্যু ‘সুযোগ্য’ (ওয়েল ডিজার্ভড) এবং তিনি আক্ষেপ করে বলেন যে, ৩২ নম্বর বাড়ি (বঙ্গবন্ধু ভবন) ভাঙার কারিগররা কেন ধুঁকে ধুঁকে মরল না। তাঁর এই মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে এই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে