ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ১৯ ২২:২০:৫১
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নির্বাসন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে তিনি তাঁর ট্রাভেল পাসটি সংগ্রহ করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি এই পাসের জন্য হাইকমিশনে আবেদন জানিয়েছিলেন। রাজনৈতিক কারণে লন্ডনে অবস্থানকালে পাসপোর্টের মেয়াদ শেষ হলেও দীর্ঘ সময় তিনি তা নবায়ন করতে পারেননি। বর্তমান প্রেক্ষাপটে পাসপোর্ট না থাকায় বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফেরার জন্য তিনি এই ট্রাভেল পাসের আবেদন করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই আগমনকে একটি ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে অভিহিত করেছেন এবং তাঁর দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ অভ্যর্থনা কমিটি কাজ করে যাচ্ছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ করার আবেদন করেছে বিএনপি। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেল মন্ত্রণালয়কে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন রুহুল কবির রিজভী। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল, যা অবশেষে আগামী ২৫ ডিসেম্বর পূর্ণতা পেতে যাচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে