ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ শেষ-দেখে নিন ফলাফল

২০২৫ ডিসেম্বর ১৯ ২১:৩৮:১৩
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ শেষ-দেখে নিন ফলাফল

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ের তপ্ত রোদে আজ ভাগ্য সহায় ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে যুবা টাইগাররা। ব্যাটে-বলে কোনো বিভাগেই আজ শ্রেষ্ঠত্ব দেখাতে পারেনি বাংলাদেশ, ফলে সেমিফাইনাল থেকেই নিতে হলো বিদায়।

তাসের ঘরের মতো ভেঙে পড়া ব্যাটিং: প্রতিকূল পরিস্থিতির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে কমিয়ে আনা হয় মাত্র ২৭ ওভারে। টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে পাকিস্তানি বোলারদের গতির মুখে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের ৩ বল বাকি থাকতেই (২৬.৩ ওভারে) মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের কোনো ব্যাটারই দায়িত্বশীল ইনিংস খেলে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি, যা ছিল আজকের হারের প্রধান কারণ।

পাকিস্তানের দাপুটে রান তাড়া: ১২১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রকম চাপে পড়েনি পাকিস্তান। জয়ের জন্য ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল তারা। পাকিস্তানি টপ অর্ডার ব্যাটারদের দারুণ দৃঢ়তায় মাত্র ১৬.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। হাতে ৬৩ বল এবং ৮ উইকেট রেখেই জয় নিশ্চিত করে তারা। বাংলাদেশের বোলাররা এই ছোট পুঁজি নিয়ে কোনো লড়াই-ই গড়ে তুলতে পারেননি।

বিদায় নিল চ্যাম্পিয়নরা: এই জয়ের ফলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল দাপটের সাথে এশিয়া কাপের ফাইনালে নাম লিখিয়েছে। অন্যদিকে, গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা এখানেই শেষ হলো। টুর্নামেন্টের শুরু থেকে ভালো খেললেও সেমিফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে এমন ব্যাটিং বিপর্যয় সমর্থকদের হতাশ করেছে। এখন শিরোপার লড়াইয়ে অন্য ফাইনালিস্টের মুখোমুখি হবে পাকিস্তান।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে