ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কর্মসূচি বাতিল, স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিএনপির

২০২৫ ডিসেম্বর ১৯ ১৪:৪৮:৫৯
কর্মসূচি বাতিল, স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিএনপির

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে বিএনপি তাদের পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি আপাতত স্থগিত করেছে। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে রাতেই জরুরি বৈঠক ডেকেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি–র কর্মসূচিও বাতিল রাখা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি ও কৌশল নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আসন্ন রাজনৈতিক সমীকরণে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা ও ছাড় দেওয়ার বিষয়েও স্থায়ী কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে