ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কম্বোডিয়া সীমান্তে থাইল্যান্ডের নতুন অভিযান

২০২৫ ডিসেম্বর ১৪ ১১:১৭:৩৯
কম্বোডিয়া সীমান্তে থাইল্যান্ডের নতুন অভিযান

নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ার বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করেছে থাইল্যান্ড। তাদের দাবি, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। এর আগে সংঘাত থামাতে ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি। উভয় পক্ষই আগের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে।

রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তজুড়ে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সংঘাত শুরুর আগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় কম্বোডিয়া। দুই দেশের মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ঔপনিবেশিক আমলে নির্ধারিত হয়। এই সীমান্তের কয়েকটি অংশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে এবং উভয় দেশই কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে।

নতুন করে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন।

থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাখ রাত্তানচাইয়াপানের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ‘মাতিচোন অনলাইন’ জানিয়েছে, ত্রাত প্রদেশসংলগ্ন এলাকায় নিজেদের দাবি করা ভূখণ্ড পুনর্দখলের লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হয়েছে।

ভোরে শুরু হওয়া অভিযানে ব্যাপক লড়াই হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের সেনাবাহিনীর দাবি, অভিযানে শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে তারা সংশ্লিষ্ট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাই পিবিএস জানিয়েছে, অভিযানের পর ওই এলাকা থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উত্তোলন করা হয়েছে।

এদিকে থাইল্যান্ডের আরেক সংবাদমাধ্যম টিভি-৩ জানিয়েছে, রোববার ভোর থেকে সীমান্তজুড়ে স্থল, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে যৌথ সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।

সর্বশেষ দফার সংঘর্ষে নতুন করে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, কম্বোডিয়ার নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, তাদের সীমান্তবর্তী পুরসাত প্রদেশের থামার দা এলাকায় থাইল্যান্ডের পক্ষ থেকে গোলাবর্ষণ করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে