ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গরমকে যেভাবে ছুটিতে পাঠিয়েছে সিঙ্গাপুর

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৬:০২:০৯
গরমকে যেভাবে ছুটিতে পাঠিয়েছে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের হুমকিতে অস্থির, তখন একটি ছোট দ্বীপরাষ্ট্র হয়েও সিঙ্গাপুর বিশ্বে সবুজ শহরের মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। শুধু উন্নত নগর ব্যবস্থাপনাই নয়, বরং সরকার ও নাগরিকদের সম্মিলিত চেষ্টায় সিঙ্গাপুর এক অনন্য উচ্চতায় পৌঁছেছে—যা বিশ্বজুড়ে প্রশংসিত ও অনুকরণীয়।

লি কুয়ান ইউ-এর দূরদর্শিতা: ‘গার্ডেন সিটি’ ধারণার সূচনা

সিঙ্গাপুরের ‘সবুজ শহর’ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান এর প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ-এর। ১৯৬৭ সালের ১১ মে তিনি ঘোষণা দেন “গার্ডেন সিটি” গড়ার, যাতে নগরজীবন হয় আরামদায়ক, পরিবেশবান্ধব ও জীবনের জন্য অনুকূল।

লি কুয়ান ইউ বিশ্বাস করতেন:“সবুজের ছায়া শুধু চোখকে প্রশান্তি দেয় না, এটি মানুষকে কাজে মনোযোগী করে এবং উৎপাদনশীলতা বাড়ায়।”

বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজে ঢাকা শহর

সিঙ্গাপুর সরকার ১৯৬৩ সালেই একটি বৃহৎ বৃক্ষরোপণ অভিযান শুরু করে। পরবর্তী এক দশকে ৫৫,০০০ গাছ লাগানো হয় শহরের বিভিন্ন প্রান্তে।

২০০০ সালের পর “City in a Garden” নীতির মাধ্যমে তারা শুধু শহর নয়, মানুষের দৈনন্দিন জীবন সবুজের সঙ্গে একীভূত করার লক্ষ্যে কাজ শুরু করে।

বর্তমানে সিঙ্গাপুরে রয়েছে প্রায় ১৫ লাখ গাছ এবং এই সংখ্যা বাড়ানোর জন্য চালু করা হয়েছে OneMillionTrees Movement, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে আরও ১০ লাখ গাছ রোপণ করা।

সবুজ অবকাঠামো: শহরের ভেতরেই বন

সিঙ্গাপুর তার মোট জমির প্রায় ৪৭ শতাংশ সবুজায়নে ব্যবহার করেছে। প্রতিটি নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে নিচতলায় ছাউনিযুক্ত হাঁটার পথ, রুফটপ গার্ডেন এবং সবুজ দেয়াল বাধ্যতামূলক করেছে সরকার।

লক্ষ্য ২০৩০:

২০০ হেক্টর রুফটপ গার্ডেন ও সবুজ দেয়াল

২০০ কিমি সবুজ ফুটপাত

সব সরকারি ভবনে সবুজ ইনফ্রাস্ট্রাকচার বাধ্যতামূলক

পানি ব্যবস্থাপনায় নজির

শুধু সবুজ নয়, জল ব্যবস্থাপনাতেও সিঙ্গাপুর বিশ্বসেরা।তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে, পুনর্ব্যবহারযোগ্য করে এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য জল পরিশোধন করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলে।

“Active, Beautiful, Clean Waters (ABC Waters)” প্রকল্পের মাধ্যমে ১০০টিরও বেশি জলাশয়কে রূপান্তর করা হয়েছে কমিউনিটি স্পেসে—যেখানে মানুষ হাঁটে, খেলে ও সামাজিক মেলামেশা করে।

সবুজ ভবন ও ইকো-ডিজাইন

২০০৮ সাল থেকেই সবুজ বিল্ডিং কোড চালু করেছে সিঙ্গাপুর। আজ শহরের বহু ভবনে দেখা যায় রুফটপে বাগান, দেয়ালে ঝুলন্ত গাছপালা এবং রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম।

নগর পরিকল্পনায় রয়েছে:

সৌরশক্তি ও বায়ুপ্রবাহ বিবেচনায় ডিজাইন

প্রাকৃতিক আলো ও বৃষ্টির পানি ব্যবহারের উপযোগী কাঠামো

গ্রীন বিল্ডিং সার্টিফিকেশন বাধ্যতামূলক

সবার জন্য সবুজ

সিঙ্গাপুরের সবচেয়ে বড় সফলতা হলো, এই শহরের সবুজ শুধুমাত্র উচ্চবিত্তের জন্য নয়। ধনী-গরিব নির্বিশেষে সবাই পার্ক, হাঁটার পথ, গাছগাছালির ছায়া উপভোগ করতে পারে।

প্রতিটি পরিবার থেকে মাত্র ১০ মিনিট হাঁটার দূরত্বে রয়েছে কোনো না কোনো সবুজ এলাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে