ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ফের উৎকন্ঠা বাড়ছে বিনিয়োগকারীদের

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৫:১৬:২৯
শেয়ারবাজারে ফের উৎকন্ঠা বাড়ছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুটা বিনিয়োগকারীদের জন্য সুখকর হলো না। গত সপ্তাহের শেষ দিকে সূচকে কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত মিললেও আজ রোববার আবারও বড় ধরনের ধাক্কার মুখে পড়ে বাজার। দিনের শুরুতে সূচক ইতিবাচক থাকলেও শেষ ঘণ্টায় প্রবল চাপে পড়ে বাজার নিম্নমুখী হয়ে যায়। ডিএসইর প্রধান সূচক একদিনেই ৩৫ পয়েন্টের বেশি খোয়া যায়।

এদিন লেনদেনের দিক থেকেও হতাশাজনক চিত্র দেখা গেছে। আগের কর্মদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৭০৯ কোটি টাকার বেশি, সেখানে আজ নামল ৫৬৫ কোটির নিচে। দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির চার ভাগেরও বেশি প্রতিষ্ঠানের।

তারপরও বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এমন অস্থিরতা শেয়ারবাজারে নিয়মিত বিষয়। তাদের মতে, স্বল্পমেয়াদী পতন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করে। কারণ বাজারে এখনও সম্ভাবনাময় সেক্টরগুলো বিনিয়োগকারীর আগ্রহ ধরে রেখেছে এবং কিছু শেয়ারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।

রোববারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.০৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩৮০.০৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ৬.৭১ পয়েন্ট কমে নেমে আসে ১ হাজার ১৬৪.৭৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক কমে দাঁড়ায় ২ হাজার ৮৫.৯৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে মাত্র ৭০টির শেয়ার দর বেড়েছে, বিপরীতে কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টির শেয়ার। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৪ কোটি ১৮ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ১৪৫ কোটি টাকা কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে। সেখানেও সূচক ও লেনদেন দুটোই কমেছে। সিএসইতে আজ লেনদেন হয়েছে ১৩ কোটি ২৪ লাখ টাকার, যা আগের দিনের ২১ কোটি ৭১ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

সিএসইতে আজ মোট ২০৬ কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টির শেয়ার। সার্বিক সূচক সিএএসপিআই একদিনে ৬৫.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৩.৪১ পয়েন্টে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে