ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শাপলা প্রতীক নিয়ে সারোয়ার তুষারের বিস্ফোরণ

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:১৬:২২
শাপলা প্রতীক নিয়ে সারোয়ার তুষারের বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) তাদের সঙ্গে প্রতারণা করেছে প্রতীক নিয়ে। তিনি বলেন, “আমরা ব্যালটে ‘পানিতে ভাসমান শাপলা’ নয়, শুধু শাপলা চেয়েছিলাম। পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে।”

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে এসে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি।

❝ শাপলা তো জাতীয় প্রতীক না, শাপলা প্রতীক চাই আমরা—পানির সঙ্গে না! ❞

তুষার বলেন, “কমিশনের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছিল, সেখানে তারা জানিয়েছিল ১৫০টি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করা হবে। তখন থেকেই ‘শাপলা’ মার্কার কথা উঠেছিল। নাগরিক ঐক্যও একই প্রতীক চেয়েছিল। আমাদের প্রতীক হিসেবে শাপলা চাই বলেই মানুষ শাপলা নিয়ে আমাদের পদযাত্রায় অংশ নিয়েছে। এখন কমিশন বলছে, এটা জাতীয় প্রতীক, দেওয়া যাবে না।”

তিনি আরও যোগ করেন, “আমরা কমিশনের কাছে ফের চিঠি দিয়েছি। আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে কমিশন যেভাবে আচরণ করছে, সেটাকে প্রতারণা বলা যায়।”

বাংলাদেশের জাতীয় প্রতীক ‘শাপলা’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে এনসিপি সেটি প্রতীক হিসেবে চাইলেও এখন নির্বাচন কমিশনের আপত্তির মুখে পড়েছে। প্রশ্ন উঠছে—একই প্রতীকের আলাদা সংস্করণ কি রাজনীতিতে ব্যবহার করা যাবে?

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে