ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নেতানিয়াহুর ভাষণে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৮:২৯:৩১
নেতানিয়াহুর ভাষণে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বিক্ষোভকারীর ভূমিকায় দেখা গেলেন এক ইসরায়েলি সেনার বাবা। তিনি সভাকক্ষ থেকে বেরিয়ে এসে বয়কট করেন নেতানিয়াহুর বক্তব্য এবং সভার বাহিরে বিক্ষোভরতদের সঙ্গে যোগ দেন।

ঘটনাস্থল থেকে জানা গেছে, ওই ব্যক্তির নাম রুবি চেন, যাঁর ছেলে ইটাই চেন ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন। ইটাই ছিলেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) সদস্য এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দ্বৈত নাগরিক। আইডিএফের তথ্যমতে, ইটাইয়ের মরদেহ গাজায় হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় নেওয়া হয়।

রুবি চেন নিউইয়র্কে এসেছিলেন নেতানিয়াহুর বক্তব্য শুনতে, বিশেষ করে আশায় ছিলেন যে তিনি গাজায় বন্দি থাকা ইসরায়েলি সেনাদের মুক্তি ও ভবিষ্যৎ নিয়ে কিছু ঘোষণা করবেন। তবে নেতানিয়াহু যখন গাজায় বন্দি ২০ জন জীবিত সৈন্যের নাম পাঠ করছিলেন, তখন ইটাই চেনের নাম উল্লেখ ছিল না। তালিকায় শুধু জীবিত বন্দিদের নাম ছিল।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবি চেন বলেন,“নেতানিয়াহু যখন জীবিত বন্দিদের নাম বলছিলেন, তখন আমার ছেলের নাম উচ্চারণ করা হয়নি। এতে আমি খুব অবমানিত বোধ করেছি। নেতানিয়াহু আমাকে সম্মান দেখাননি।”

এ ক্ষোভ থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসেন এবং বাইরে বিক্ষোভরতদের সঙ্গে যোগ দেন। সেখানে তিনি বলেন,“এখন সময় এসেছে এই দুই বছরের অন্তহীন যুদ্ধে আমরা সবাই মিলেই ভাবতে বসি। এই যুদ্ধে অনেক রক্ত ঝরেছে, অনেক কষ্ট হয়েছে। উভয় পক্ষই এর দুঃখ-কষ্ট বহন করছে।”

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা গাজার সংঘাত কেবল আন্তর্জাতিক অঙ্গনে নয়, ইসরায়েলের অভ্যন্তরেও গভীর হতাশা, ক্ষোভ ও বিভক্তির প্রতিফলন। এটি ইঙ্গিত দেয়, যুদ্ধে নিহত ও নিখোঁজ সৈন্যদের পরিবারের মধ্যে সরকারের প্রতি আস্থা কমে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে