ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আইফোন কিনতে অদ্ভুত কাণ্ড ঘটালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মাহি  

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:০৪:৩৪
আইফোন কিনতে অদ্ভুত কাণ্ড ঘটালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মাহি  

নিজস্ব প্রতিবেদক : ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মাহি সিংহ আইফোন ১৭ প্রো ম্যাক্স কেনার জন্য সোশ্যাল মিডিয়ায় অনুদানের আবেদন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। ‘বিউটি কুইন’ হিসেবে পরিচিত মাহি একটি ভিডিওতে বলছেন, প্রত্যেকে মাত্র এক বা দুই টাকা করে দেন, তাহলে তিনি এই দামী ফোনটি কিনতে পারবেন।

ভারতে আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম প্রায় ১ লাখ ৪৯ হাজার রুপি। মাহি ভিডিওতে জানান, মাত্র তিন মাস আগে তার বাবা তাকে আইফোন ১৬ উপহার দিয়েছিলেন, কিন্তু নতুন মডেলের ফোন চাওয়া নিয়ে তিনি আবারও অনুদান চাইছেন।

ভিডিওতে মাহি বলেন, “আইফোন ১৭ প্রো লঞ্চ হয়েছে, আমি এর রং খুব পছন্দ করি। আমার জন্মদিন ২১ অক্টোবর, আমি চাই এই নতুন ফোনটি। কিন্তু বাবা কিনে দিচ্ছেন না।” এরপর তিনি ফলোয়ারদের প্রতি অনুরোধ করেন, “আপনারা যদি এক বা দুই টাকা সাহায্য করেন, আমার স্বপ্ন পূরণ হবে।”

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মাহির এই আবেদনের সমালোচনা করছেন, আবার কেউ এটাকে আধুনিক ক্রাউডফান্ডিং বা অনুদান সংগ্রহের নতুন ট্রেন্ড হিসেবে দেখছেন।

এক নেটিজেন কমেন্ট করেছেন, “এই ধরনের ভিডিও দেখেই যারা ফোন স্ক্রল করে, তারাই আসলে তাকে ১-২ টাকা পাঠাবে।” অন্য কেউ লিখেছেন, “এখন হয়তো মন্টে কার্লোতে ফ্ল্যাট কেনার জন্য আবেদন করবে!” আবার কেউ বলছেন, “বড়লোকরা ইউটিউবে সুপারচ্যাট চাইতে চাইতে ধনী হচ্ছে, গরিব মানুষ চাইলে সবাই সমস্যা করে।”

তবে অনেকের অবাক হওয়ার বিষয়, এদের এত ফলোয়ার কিভাবে হলো!

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে