ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৭:৫৫:০৫
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারিভাবে বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করে ধর্ম মন্ত্রণালয় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। রবিবার বিকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

প্রস্তাবিত তিনটি প্যাকেজের খরচ যথাক্রমে:

প্যাকেজ ১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা

প্যাকেজ ২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা

প্যাকেজ ৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা

তুলনামূলকভাবে, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, যেখানে প্যাকেজ ১ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ ২ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এর আগে ২৪ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক বৈঠকে আগামী হজের বিমান ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হয়। ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া এক হাজার ১০০ ডলার (প্রায় ১ লাখ ৩৪ হাজার ২০০ টাকা, শুল্ক ছাড়া) রাখার পক্ষে থাকলেও বিমান মন্ত্রণালয় এক হাজার ২০০ ডলার দাবি করেছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে