ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানকে যে মানে না, সে তার বাপকেও মানে না

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৫৯:১০
তারেক রহমানকে যে মানে না, সে তার বাপকেও মানে না

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, “যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না। দলের নাম নির্দিষ্ট করে যে নমিনেশন পেয়েছে বা সবুজ সংকেত পেয়েছে সেটা মুখ্য নয়, আসল ব্যাপার হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী করানো।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য এবং ধানের শীষকে হারানোর জন্য অনেক ষড়যন্ত্র এবং বিরোধিতা আগামী দিনে থাকবে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ও দেশনায়ক তারেক রহমানের সুসংগঠিত নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

সমাবেশে সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রমজান আলী সমাবেশের সঞ্চালনা করেন।

অন্যান্য বক্তারা ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন।

এছাড়া সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল রহমান মনিরুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে