ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৩২:২৪
অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নেপালে চলতি মাসের শুরুতে তরুণদের গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এক মাসেরও কম সময়ের মধ্যে প্রকাশ্যে এসেছেন। ক্ষমতা হারিয়ে বেশ কিছুদিন সেনাবাহিনীর নিরাপত্তায় গোপনে অবস্থান করলেও শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি তার দলীয় যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা ভাবছেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাব? আমরা পালাব না।”

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে এক তরুণপ্রজন্মনির্ভর গণআন্দোলনের মাধ্যমে নেপালে তীব্র রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এই ‘জেন Z আন্দোলন’-এর মুখে ৯ সেপ্টেম্বর ২০২৫ কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭৪ জনের মৃত্যু এবং ২,০০০-এর বেশি আহত হওয়ার ঘটনা ঘটে। ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে যে, আন্দোলনকারীদের ওপর লাইভ গুলি চালানো হয়েছিল।

গুন্ডুর সভায় অলি বলেন,“আমরাই এই দেশ গড়েছি, আমরাই আবার দেশকে শান্তি ও সংবিধানের ধারায় ফিরিয়ে আনব।”

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং এসেছে সহিংসতা ও ষড়যন্ত্রের মাধ্যমে। অলি দাবি করেন, আন্দোলনের সময় তিনি প্রশাসনকে কী নির্দেশ দিয়েছেন, তার রেকর্ডিং প্রকাশ করা উচিত।

তিনি আরও বলেন,“আমি কোনো ষড়যন্ত্রে জড়িত নই। আজ যারা সরকারে আছে, তারাই দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে।”

পদত্যাগের পর কেপি শর্মা অলি প্রথমে সেনাবাহিনীর ব্যারাকে আশ্রয় নেন। পরে তিনি ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় গোপনে বাস করেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। এরপর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়।

অলির পদত্যাগের পর সাবেক বিচারপতি সুশীলা কার্কি-কে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা হয়েছে। তিনি ইতোমধ্যে জেন Z আন্দোলনের কারণ বিশ্লেষণ ও তদন্তে একটি কমিশন গঠন করেছেন।আগামী ৫ মার্চ ২০২৬ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নেপালের এই গণআন্দোলন ছিল সম্পূর্ণ নতুন প্রজন্মনির্ভর—যেখানে ইন্টারনেট সেন্সরশিপ, দুর্নীতি, কর্মসংস্থান সংকট এবং নির্বাচনী জবাবদিহিতার অভাব ছিল মূল ইস্যু।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে