ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৪১ বাংলাদেশি আত্মীয়ের জন্য ভিসা কেলেঙ্কারিতে জড়ালেন ব্রিটিশ মেয়র

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:১০:১৬
৪১ বাংলাদেশি আত্মীয়ের জন্য ভিসা কেলেঙ্কারিতে জড়ালেন ব্রিটিশ মেয়র

নিজস্ব প্রতিবেদক : ভিসা জালিয়াতির অভিযোগে তোপের মুখে পড়েছেন লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র ও বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আমিরুল ইসলাম।ব্রিটিশ দৈনিক The Telegraph-এর অনুসন্ধানে উঠে এসেছে, তিনি ৪১ জন আত্মীয় ও বন্ধুর জন্য ভিসা পাওয়ার লক্ষ্যে নিজের মেয়র পদমর্যাদা এবং অফিসিয়াল লেটারহেড ব্যবহার করেন, যার মধ্যে কিছু চিঠি ‘জাল’ ছিল বলে দাবি করা হয়েছে।

২০২৪ সালের মে মাসে মেয়র পদে অভিষেকের আগেই আমিরুল ইসলাম ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে এসব চিঠি পাঠিয়েছিলেন বলে তদন্তে জানা গেছে। এ চিঠিগুলোতে লেখা ছিল—অতিথিরা শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসছেন, ব্যয়ভার তিনি নিজেই বহন করবেন এবং তারা তার বাসায় অবস্থান করবেন।

তবে তদন্তে দেখা যায়, ৪১ জনের মধ্যে মাত্র একজনই বাস্তবে অনুষ্ঠানে যোগ দেন। ১৬০ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে আরও বলা হয়, এই চিঠিগুলোর কিছুতে পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখসহ ব্যক্তিগত তথ্যও সংযুক্ত ছিল।

স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিয়ে আপত্তি জানালে, আমিরুল নিজের উদ্যোগে কিছু চিঠি জাল করে পাঠান, যা পরবর্তীতে ব্রিটিশ হোম অফিস ও হাইকমিশনের নজরে আসে।

অভিযোগ ওঠার পরও আমিরুল দায় স্বীকার করেননি। বরং দাবি করেন, বাংলাদেশে কোনো এজেন্সি তার স্বাক্ষর জাল করেছে। তিনি বাংলাদেশ পুলিশের কাছেও অভিযোগ করেছেন বলে জানান।

স্থানীয় কনজারভেটিভ নেতা ক্লার জর্জিও আলেসান্দ্রো বলেন, "তদন্ত থাকা সত্ত্বেও তাকে মেয়র হতে দেওয়া এনফিল্ড কাউন্সিলের জন্য বড় লজ্জা।"

এ ঘটনার জেরে ২০২৫ সালের জুনে লেবার পার্টি তাকে সাময়িকভাবে বহিষ্কার করে, এবং তিনি এখন একজন স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে কাজ করছেন।

কাউন্সিল থেকে তাকে কয়েকটি নির্দেশ মানার শর্তে বহাল রাখা হয়েছে:

আর কোনো ভিসা সুপারিশ না করা

আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ

পুরনো মেয়রের ব্যাজ ব্যবহার না করা

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে