ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

১৪৪ ধারা জারি করে প্রশাসনের কঠোর পদক্ষেপ

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১২:৪০:১২
১৪৪ ধারা জারি করে প্রশাসনের কঠোর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শুক্রবার ও শনিবার সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এবং সহিংসতার পর পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে। সাত প্লাটুন বিজিবি জেলা সদরে মোতায়েন রয়েছে, যারা নিরাপত্তা নিশ্চিত করতে চলাচলকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। দোকানপাটও বন্ধ রয়েছে এবং সকালের দিকে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শুক্রবার ও শনিবারের সহিংসতায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, তাদের মধ্যে ২১ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, শনিবার দুপুরে উপজেলা ইউএনও অফিস সংলগ্ন এলাকায় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে উত্তেজিত গোষ্ঠীকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তবে এখনো খাগড়াছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং প্রশাসনসহ নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে যাতে নতুন করে সহিংসতা না ঘটে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে