ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৪২:৪৫
ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে অংশগ্রহণ করে একটি অনন্য নজির স্থাপন করেছেন। “বিশ্ববাসী দেখেছে আমরা বিপ্লব পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। আগামী দিনেও দেশের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থাকবো।”

মির্জা ফখরুল আরো বলেন, “ড. ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন এবং বিশ্বজুড়ে তাঁর সুনাম রয়েছে। তিনি দেশের জন্য যে কাঙ্ক্ষিত উন্নতির স্বপ্ন দেখেন, তা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সঙ্গে মিলে যায়। আমি ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “অবশিষ্ট মাত্র ৫ মাসের মধ্যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যারাই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে বলে আশা করি।”

নিউ ইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যেখানে তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন এবং প্রবাসীদের রেমিট্যান্স বৃদ্ধির জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও তিনজন অংশ নেন।

একই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির সদস্য-সচিব আখতার হোসেন আবেগঘন বক্তব্য রাখেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা পরিচালনা করেন, যেখানে এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান অংশগ্রহণ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে