ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘রেড লাইন’ টেনে দিল সৌদি, ক্রস করলেই ব্যবস্থা

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৭:২৭:৩০
‘রেড লাইন’ টেনে দিল সৌদি, ক্রস করলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব ইসরায়েলকে একটি শক্ত বার্তা দিয়েছে: পশ্চিম তীর দখলদারদের জন্য ‘রেড লাইন’। এই সীমা অতিক্রম করলে সৌদি আরব সব ধরনের প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। খবর রয়টার্স ও দ্য টাইমস অব ইসরায়েলের।

রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বর্তমান উদ্যোগের প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের কোনো অংশকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করলে তা গম্ভীর পরিণতি ডেকে আনবে।

সৌদি আরব এখন পর্যন্ত নির্দিষ্ট করেনি তারা কী ধরণের পদক্ষেপ নিতে পারে। তবে তারা ইসরায়েল ও সৌদির মধ্যে স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে শূন্যে পরিণত করতে পারে, কিংবা ইসরায়েলের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে ইসরায়েল সৌদির আকাশসীমা ব্যবহার করে আসছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরের সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। সবচেয়ে গুরুতর হচ্ছে, এটি আব্রাহাম চুক্তিকে ঝুঁকির মুখে ফেলবে, যা ব্যর্থ হলে আবারো আরব-ইসরায়েল যুদ্ধের আশঙ্কা দেখা দেবে।

সৌদি আরবের ‘রেড লাইন’ অতিক্রম করলে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতও সতর্কতা জারি করেছে। তারা বলেছে, পশ্চিম তীরের সংযুক্তিকরণ আব্রাহাম চুক্তিকে বিপন্ন করবে এবং আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে।

অন্যদিকে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সোমবার জাতিসংঘের এক সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েগিয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগিরই আরও ইউরোপীয় দেশ এ ধারায় যুক্ত হতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে