ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৪৬:০৯
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এসময় তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তোলা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর এলাকার কালিয়াপাড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় শেষ হয়। মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে কঠোর ভাষায় অবাঞ্ছিত ঘোষণা করে হুঁশিয়ারি দেন, “আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তি হতে পারে না।”

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারা বলেন, জাতীয় দলের শীর্ষ নেতাদের অবমাননা করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বিষয়।

বিক্ষোভকারীরা আরও বলেন, “নাসীর রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার চেষ্টা করে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করেছেন, যা লাখো নেতাকর্মীর হৃদয় ক্ষতবিক্ষত করেছে।”

তারা ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য নাসীরুদ্দীন পাটোয়ারীকে সতর্ক করেন।

বিক্ষোভ সমাবেশের মূল সঞ্চালক ছিলেন যুবনেতা মহিউদ্দিন বাহার। এতে বক্তব্য রাখেন যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরনসহ আরও অনেকে।

উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে