ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নেপালের নতুন 'মাস্টারমাইন্ড' সুধানের সাহসী ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৭:০০:০৮
নেপালের নতুন 'মাস্টারমাইন্ড' সুধানের সাহসী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : নেপালের সাম্প্রতিক তরুণ-নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা সুধান গুরুং এবার সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী মার্চে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেবেন তিনি—এমনটাই জানিয়েছেন আল জাজিরাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে।

সরকার পতনের কয়েক দিনের মধ্যেই দেওয়া এই ঘোষণায় সুধান বলেন,“আমাদের রাজনীতিতে টেনে আনা হয়েছে। এখন লড়াইটা মাঠে হবে। আর পিছু হটব না।”

৩৬ বছর বয়সী সুধান গুরুং মূলত Gen Z নেতৃত্বাধীন বিক্ষোভের প্রধান মুখ। তিনি স্পষ্ট করে বলেন, তার দল কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়—এটি একটি "পরিবর্তনের আন্দোলন", যা জনগণের কণ্ঠস্বরকে রাজনীতিতে তুলে ধরতে চায়।

তিনি জানান, দলটি ইতিমধ্যেই আইনি ও যোগাযোগ কমিটি গঠন করেছে এবং Discord ও Instagram-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নীতিগত দাবিগুলো সংগ্রহ করছে।

সুধান বলেন,“আমি একা দাঁড়ালে তরুণদের সেই শক্তি প্রকাশ পাবে না। একসঙ্গে থাকলেই আমরা শক্তিশালী।”তিনি ব্যক্তিগত প্রার্থী হিসেবে নয়, দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে চান।

সুধান গুরুংয়ের আন্দোলন কেবল দুর্নীতিবিরোধী নয়; এতে নেপালের পর্যটন খাত উন্নয়ন, এবং ভারত ও চীনের সঙ্গে "বাইরের হস্তক্ষেপ ছাড়া" সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি রয়েছে।

তিনি চান না পুরনো রাজনৈতিক নেতারা আবার ক্ষমতায় ফিরুক এবং অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে বিক্ষোভে নিহতদের হত্যাকাণ্ড ও দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানান।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও সুধান দৃঢ়চেতা। তিনি বলেন,“অনেকে আমাকে ভয় দেখিয়েছে, অনুসরণ করেছে। কিন্তু আমি ভয় পাই না। আমাকে মেরে ফেললেও কিছু হবে না। এখনই সময় দেশ বাঁচানোর—না হলে আর কখনও নয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে