ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিল-বন্ডের সুদ কমলেও আমানতের সুদ বাড়ার কারণ

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:২৯:১৮
বিল-বন্ডের সুদ কমলেও আমানতের সুদ বাড়ার কারণ

নিজস্ব প্রতিবেদক : আস্থাহীনতার কারণে অনেক ব্যাংক প্রত্যাশিত আমানত পাচ্ছে না। উচ্চ সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা চলছে, যদিও বাজারে সার্বিক তারল্য পরিস্থিতির উন্নতির কারণে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদহার দ্রুত কমছে। সরকারি সিকিউরিটিজে দীর্ঘদিন ১২ শতাংশের ওপরে থাকা সুদ এখন প্রায় ১০ শতাংশের নিচে নেমেছে। তবে কিছু ব্যাংকে আমানতের সুদ আগের তুলনায় বেড়েছে। সরকারি ও বেসরকারি ৩০টি ব্যাংকের আমানতের সুদ এখনও দুই অঙ্কের ওপর।

বেসরকারি খাতের কিছু ব্যাংক আমানতে ১২ শতাংশেরও বেশি সুদ দিচ্ছে। তবে কিছু ব্যাংকের আমানতকারীরা অর্থ ফেরত পেতে দেরি হওয়ায় সঞ্চয়কারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেকেই এসব ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদ হিসেবে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে রাখছেন। এর ফলে ভালো অবস্থানে থাকা কয়েকটি ব্যাংক ছাড়া অন্যরা উচ্চ সুদ দিলেও যথেষ্ট আমানত পাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে এক বছরের বেশি মেয়াদি আমানতে ব্যাংকগুলো গড়ে ৯.৭০ শতাংশ সুদ দিয়েছে, যা জুলাইয়ের ৯.৬৮ শতাংশ থেকে সামান্য বৃদ্ধি। রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলো গত আগস্টে গড়ে ৯.৪৪ শতাংশ সুদে আমানত নিয়েছে, যা আগের মাসে ছিল ৯.৩৯ শতাংশ। বিশেষায়িত ব্যাংকের সুদহার সামান্য কমে ৮.৪৬ শতাংশে নেমেছে। বেসরকারি ব্যাংকের এক বছরের বেশি মেয়াদি আমানতে গড় সুদ বৃদ্ধি পেয়ে ৯.৯১ শতাংশে দাঁড়িয়েছে। বিদেশি ব্যাংকের সুদ আগের মাসের ৭.০৮ শতাংশ থেকে বেড়ে ৭.২৩ শতাংশ হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগ স্থবিরতার কারণে ঋণ চাহিদা কমেছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বিদেশি ঋণ বাড়ার ফলে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে উদ্বৃত্ত ডলার কিনছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১৭৪ কোটি ডলারের বেশি ডলার কিনে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা বাজারে ছেড়ে দিয়েছে। উদ্বৃত্ত অর্থ ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজে রাখছে। এর কারণে প্রতি নিলামে চাহিদার তুলনায় বেশি আবেদন আসছে, যা সুদহার কমানোর কারণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদ ছিল ১১.৯৪ শতাংশ এবং ১৮২ দিন মেয়াদির সুদ ছিল ১১.৯৮ শতাংশ। আগস্টে তা কমে যথাক্রমে ১০.১৩ ও ১০.৩২ শতাংশে নেমেছে। এক বছর মেয়াদির বিলের সুদ ১২.০১ শতাংশ থেকে কমে ১০.৩০ শতাংশে নেমেছে। একইভাবে সব ধরনের বন্ডের সুদহারও কমেছে। গত জুনে দুই বছর মেয়াদি বন্ডের সুদ ছিল ১২.২০ শতাংশ, যা আগস্টে ১০.১৪ শতাংশে নেমেছে। সর্বোচ্চ মেয়াদি বন্ডের সুদহার আগস্টে ১০.২১ শতাংশে নেমেছে, যা জুনে ছিল ১২.৪৪ শতাংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে