ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৩৯:২৫
২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : দেশের ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুল চাহিদা প্রদানের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই ভুলের কারণে সংশ্লিষ্ট প্রধানদের সর্বোচ্চ তিন মাসের এমপিও বেতন স্থগিত হতে পারে বলে জানা গেছে।

গত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রক্রিয়ায় ২৪৫টি প্রতিষ্ঠানের প্রধান ও গভর্নিং বডির সদস্যরা ৪০১টি শূন্যপদের জন্য ভুল তথ্য প্রদান করেন। এর ফলে প্রার্থীদের সঠিকভাবে নিয়োগ দেওয়া বাধাগ্রস্ত হয়েছে এবং সার্বিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, এনটিআরসিএ বারবার সঠিক তথ্য দেয়ার নির্দেশ দিলেও অনেক প্রতিষ্ঠান প্রধান সঠিকভাবে শূন্য পদের তথ্য জমা দেননি। এতে অনেক প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,“ভুল তথ্য প্রদানের দায়ভার প্রতিষ্ঠান প্রধানদেরই বহন করতে হবে। তাদের এমপিও বেতন স্থগিত করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিয়ম অনুযায়ী ভুল তথ্য প্রদানের কারণে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের এমপিও তিন মাস পর্যন্ত স্থগিত হতে পারে। কারো ক্ষেত্রে স্থগিতকাল কমও হতে পারে। এমপিও স্থগিত হলে শিক্ষকদের বেতন পাওয়া বন্ধ হবে।

২০২৫ সালের ৭ এপ্রিল মাউশি প্রতিষ্ঠান প্রধানদের কাছে শূন্যপদের তালিকা যাচাইয়ের জন্য পাঠায়। মেয়াদ শেষ হওয়ার পরও অনেকেই সঠিক তথ্য প্রেরণ করেননি। এরপর ১৬ জুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্রার্থীদের আবেদন গ্রহণ করা হয়।

তবে, ১৩ জুলাই কলেজ পর্যায়ের ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০১টি শূন্যপদ বাতিলের পত্র মাউশি থেকে পাঠানো হয়। এই বাতিলকৃত শূন্যপদের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি, ফলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়।

এনটিআরসিএ ও মাউশি একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে এমন ভুল এড়াতে শূন্যপদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে প্রেরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ২৪৫টি প্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে