ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে ড. ইউনূস সফরসঙ্গীদের ফেলে চলে গেলেন

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৮:৪২:৪১
যে কারণে ড. ইউনূস সফরসঙ্গীদের ফেলে চলে গেলেন

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের ফেলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘নিরাপদ সরে যাওয়া’ ছিল একটি পরিকল্পিত কৌশল—এমনটাই দাবি করেছেন কানাডা ভিত্তিক বাংলা সংবাদমাধ্যম নতুন দেশ-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে শওগাত আলী বলেন, “নিউইয়র্কে আওয়ামী লীগ একটি বড় বিক্ষোভ করেছে। এটাই ছিল তাদের জন্য ‘মনোবল বাড়ানোর’ মুহূর্ত। কিন্তু একইসঙ্গে দেখা গেছে, ড. ইউনূস এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে বিমানবন্দর ত্যাগ করেন, আর তার সফরসঙ্গীরা (বিএনপি ও এনসিপি নেতারা) বিক্ষোভকারীদের সামনে পড়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।”

তিনি বলেন, “আমার মনে হয়েছে, পুরো বিষয়টি ছিল ড. ইউনূসের একটি ‘মেটিকুলাস ডিজাইন’। তিনি নিজের জন্য নিরাপদ এবং কৌশলগত পথ বেছে নিয়েছেন, কিন্তু রাজনৈতিক নেতাদের ফেলে গেছেন অস্বস্তিকর পরিস্থিতিতে।”

শওগাত আলীর মতে, সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি বৈরী পরিস্থিতিতে ফেলে যাওয়া হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি একা হেঁটে যাচ্ছেন, আর পেছনে উঠছে 'নারায়ে তাকবির', 'তাহের ভাই জিন্দাবাদ'-এর মতো স্লোগান—যা জামায়াতপন্থীদের বলে চিহ্নিত।

“বিএনপি পরে জানতে পারে, ইউনূস ও ফখরুল চলে গেছেন—এই তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করা হয়েছিল,” বলেন শওগাত।

তিনি আরও বলেন, “জামায়াত নেতারা বিমানবন্দরে উপস্থিত থাকলেও তারা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করেনি। বরং তারা তাদের নেতাদের রিসিভ করেই সীমাবদ্ধ থেকেছে, যা একটি ‘স্মার্ট গেম’ হিসেবে বিবেচিত।”

শওগাত আলী প্রশ্ন তোলেন—“এই সফরে রাজনৈতিক নেতাদের বিপদের মুখে ঠেলে দিয়ে ড. ইউনূস কি আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন? অনেক নেতাকর্মী তাকে স্বার্থপর বলছেন। আমি বলব, নিউইয়র্কে আমরা যে ইউনূসকে দেখেছি, সেটিই তার আসল রূপ—একজন কৌশলী, আত্মমুখী রাজনীতিক।”

শেষে তিনি বলেন, “আওয়ামী লীগের বিক্ষোভ হয়তো তাদের মানসিক মুক্তি দিয়েছে। কিন্তু এই ঘটনাগুলো কি পশ্চিমা মূলধারার মিডিয়ায় এসেছে? আন্তর্জাতিক সমাজ কি ড. ইউনূসের প্রকৃত চেহারা দেখেছে? যদি না দেখে থাকে, তাহলে পরিকল্পনাহীন বিক্ষোভের লাভ কতটা?”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে