ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রাজনৈতিক দলের বিদেশ শাখা নিয়ে ইসির বড় সিদ্ধান্ত

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:৩৯:২৩
রাজনৈতিক দলের বিদেশ শাখা নিয়ে ইসির বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বিদেশ সফরে গেলে প্রবাসী শাখার নেতাকর্মীরা স্বাগত ও বিক্ষোভের আয়োজন করে থাকে। যেমন সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ করেন।

তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের বিদেশে শাখা পরিচালনার অনুমতি নেই। ২০০৮ সালে এই বিধান যুক্ত হলেও এর বাস্তবায়ন হয়নি।

নির্বাচন কমিশনের সদস্য আব্দুল আলীম বলেন, আইন থাকলেও তা প্রয়োগ করা হয়নি। তিনি মনে করেন, আইন রেখে বাস্তবায়ন না করা অর্থহীন। বর্তমানে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় দলের নিবন্ধন শর্তাবলী যাচাই করার সুযোগ পাননি।

বিশেষজ্ঞরা বলেন, প্রবাসে ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট চালু হলেও দলীয় শাখা নিষিদ্ধ রাখা একটি সাংঘর্ষিক বিষয়। এনসিপিসহ কয়েকটি নতুন দল ইতোমধ্যেই বিদেশে শাখা ঘোষণা করেছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, আইন অনুযায়ী গঠনতন্ত্রে বিদেশ শাখার বিধান রাখা যায় না, কিন্তু বাস্তবে সব দল প্রবাসে শাখা পরিচালনা করে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, তারা নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী, তবে বিদেশ শাখা বিষয়ে সংলাপে বসে সিদ্ধান্ত নেবেন।

আইন বিশেষজ্ঞরা মনে করেন, প্রবাসী শাখা থাকা এবং প্রবাসে ভোটিং চালুর মধ্যে বিরোধ রয়েছে। আরপিওর বিধান সংশোধন বা বাস্তবায়ন ছাড়া এই সমস্যার সমাধান কঠিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে