ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যে কথার কারণে প্রেসিডেন্টের ভিসা বাতিল করল ট্রাম্প

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:০৭:৪৯
যে কথার কারণে প্রেসিডেন্টের ভিসা বাতিল করল ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করা হয়েছে ‘হিংসাত্মক’ বক্তব্যের কারণে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

নিউইয়র্কে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একটি ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশগ্রহণকালে পেত্রো মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ অমান্য করে মানবতার পক্ষে বন্দুক না তাকায়। তিনি তার এক্স (টুইটার) একাউন্টে ওই বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেন।

এরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউইয়র্কে দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করার আহ্বান জানিয়ে সহিংসতায় উস্কানি দিয়েছেন। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য তার ভিসা বাতিল করা হয়েছে।”

কলম্বিয়ার সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের আগেই পেত্রো বিমানযোগে দেশে ফিরে গেছেন।

ভিডিওতে দেখা যায়, পেত্রো স্প্যানিশ ভাষায় বক্তব্য দিচ্ছেন এবং একজন ইংরেজি ভাষায় অনুবাদ করছেন। বিক্ষোভে তিনি বলেন, “বিশ্বের সব জাতিকে বলছি, এমন একটি সেনাবাহিনী গঠনে ভূমিকা রাখুন যা যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী হবে। নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের সব সেনাদের বলছি, মানবতার দিকে বন্দুক তাকাবেন না, ট্রাম্পের আদেশ অমান্য করুন, মানবতার আদেশ মেনে চলুন।”

জাতিসংঘে দেওয়া বক্তব্যেও পেত্রো ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন এবং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযানের নামে বোমা হামলা চালিয়ে তরুণদের হত্যা করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে