ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নেতানিয়াহুকে অপমান করে কড়া বার্তা দিলেন ড. ইউনূস

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:০১:৪৪
নেতানিয়াহুকে অপমান করে কড়া বার্তা দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চরম অপমানের শিকার হতে হয়েছে, যেখানে বাংলাদেশও ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। শুক্রবার নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই বিশ্বের শতাধিক কূটনীতিক ও রাষ্ট্রনেতা ওয়াকআউট করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের কূটনীতিকরাও প্রতিবাদে অংশ নেন।

নেতানিয়াহুর প্রতিবাদের অংশ হিসেবে ডক্টর ইউনূস তার বক্তব্যে গাজায় চলমান গণহত্যা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, চোখের সামনে নির্বিচারে গণহত্যা চলছে, শিশুরা না খেয়ে অকালমৃত্যুবরণ করছে, বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস তাদের ক্ষমা করবে না।

ডক্টর ইউনূস ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। তিনি বাংলাদেশের জন্ম ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন যে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালিরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আজ বিশ্ব ফিলিস্তিনিদের সেই অধিকার অস্বীকার করছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় নির্বিচারে বোমা হামলা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২ লক্ষেরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ রয়েছেন, যার ৮০ শতাংশেরও বেশি সাধারণ মানুষ ছিলেন।

এ ছাড়াও, ডক্টর ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতির কথা উল্লেখ করে বলেন, জনগণ বৈষম্যমুক্ত সমাজ গড়ার দায়িত্ব হাতে নিয়েছে এবং এই দায়িত্বই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে তাদের বাধ্য করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে