ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৩:১৫:০৯
বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষিদ্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। নিষেধাজ্ঞার আওতায় পড়বেন শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসার আবেদনকারীরা।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

এই দেশগুলোর নাগরিকরা নতুন করে শ্রম, পর্যটন বা ব্যবসায়িক ভিসা আবেদন করতে পারবেন না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

যারা ইতোমধ্যে বৈধ ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, তাদের এই নিষেধাজ্ঞার আওতায় ধরা হচ্ছে না। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ জানায়নি, তবে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক সূত্রে সম্ভাব্য কারণ হিসেবে যেগুলো উঠে এসেছে:

নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ, মানবপাচার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোরতা।

ভূরাজনৈতিক টানাপোড়েন:কিছু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জটিলতা ও অনাস্থা।

কোভিড-১৯ বা স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি: মহামারির পরবর্তী সময়ে উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগমন নিয়ন্ত্রণ।

এই নিষেধাজ্ঞা সাময়িক, এবং পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে ভবিষ্যতে পরিবর্তন হতে পারে। আমিরাতের নিরাপত্তা, স্বাস্থ্য এবং কূটনৈতিক মূল্যায়নের উপর ভিত্তি করেই নিষেধাজ্ঞার স্থায়ীত্ব নির্ধারিত হবে।

যারা ২০২৬ সালের জানুয়ারির পর আমিরাতে ভ্রমণ, চাকরি বা ব্যবসায় যেতে চান, তাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে