ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নাসুমকাণ্ডে মুখ খুলে ঝড় তুললেন মুমিনুল!

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১০:০৫:৫৩
নাসুমকাণ্ডে মুখ খুলে ঝড় তুললেন মুমিনুল!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। জানা গেছে, তার বাবা আক্কাস আলী বর্তমানে মাসিক ৮ হাজার টাকা বেতনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। অভিযোগ উঠেছে, নাসুমের সঙ্গে বাবার চার বছরের বেশি সময় যোগাযোগ না থাকায় তিনি এই পেশা নিতে বাধ্য হয়েছেন।

সংবাদটি ছড়িয়ে পড়ার পর ক্রিকেট ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সমালোচনায় মুখর হন, কেউ আবার বলেন, "আসল ঘটনা না জেনে মন্তব্য করা ঠিক নয়।"

ঠিক এই বিতর্কের মাঝেই টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বলেন:"মাঠের পারফরম্যান্সই আলোচনার বিষয় হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নয়— আমাদের এসব বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত।"

মুমিনুলের এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ তার সতর্কতা ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, গণমাধ্যমে যেহেতু বিষয়টি এসেছে, সেটি ‘ব্যক্তিগত’ সীমার মধ্যে থাকছে না।

বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট করে কথা বলেছেন নাসুম আহমেদ নিজেও। তিনি বলেন:“আমি তো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। পার্থক্য এটাই— উনি আমাদের সঙ্গে থাকেন না। মাসে মাসে ওনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়, যা আমি দিচ্ছি। যেহেতু উনি ওনার মতো করে থাকেন ও কাজ করেন, সেখানে আমার কিছু করার নেই।”

উল্লেখ্য, ২০২১ সালে জাতীয় দলে অভিষেকের সময়ও নাসুম একটি জন্মস্থান বিতর্কে জড়িয়ে পড়েন। তখন প্রচার ছিল, তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান, কিন্তু নাসুম নিজেকে সিলেট জেলার বাসিন্দা বলে দাবি করেন। এ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার নিষেধাজ্ঞা ও নিয়মনীতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বাংলাদেশের ক্রিকেটপাড়া বর্তমানে একধরনের বিভক্তির মধ্য দিয়ে যাচ্ছে—একপক্ষ খেলোয়াড়ের পারিবারিক বিষয়ে বিচার করছে, আরেকপক্ষ বলছে, “পারফরম্যান্সই মুখ্য, ব্যক্তিগত জীবন নয়।”

মুমিনুল হকের মতো সাবেক অধিনায়কের হস্তক্ষেপ হয়তো আলোচনাটিকে আরও ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল পথে নিয়ে যেতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে