ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বস-ম্যানেজারের অন্তরঙ্গ মুহূর্ত, এরই মধ্যে ডিভোর্স!

২০২৫ সেপ্টেম্বর ০৭ ২০:১৭:৩৩
বস-ম্যানেজারের অন্তরঙ্গ মুহূর্ত, এরই মধ্যে ডিভোর্স!

নিজস্ব প্রতিবেদক : বিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে-এর কনসার্টে ঘটে যাওয়া একটি মুহূর্ত বদলে দিয়েছে এক নারীর ব্যক্তিগত ও পেশাগত জীবন। ‘কিস-ক্যাম’-এর ক্যামেরায় ধরা পড়ে অ্যাস্ট্রোনোমার কোম্পানির প্রাক্তন মানবসম্পদ প্রধান ক্রিস্টিন কেবট এবং প্রতিষ্ঠানের সিইও অ্যান্ডি বাইরন-এর অন্তরঙ্গ দৃশ্য।

সেই মুহূর্তে মঞ্চে থাকা কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেছিলেন,“তারা হয়তো প্রেমে পড়ে গেছে, নয়তো খুব লাজুক!”এই মন্তব্যের সঙ্গে সঙ্গে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।

এরপরই শুরু হয় বিতর্ক ও সমালোচনার ঝড়। ঘটনাটির কারণে ক্রিস্টিন ও অ্যান্ডি উভয়েই পদত্যাগ করতে বাধ্য হন। তাদের নিয়ে বিভিন্ন কৌতুক অনুষ্ঠান ও ট্রলে রীতিমতো হাস্যরসের বিষয় হয়ে ওঠেন তারা।

তবে ঘটনাটি শুধু পেশাগত জীবনেই নয়, প্রভাব ফেলেছে তাদের ব্যক্তিগত জীবনেও।

গণমাধ্যম নিশ্চিত করেছে, ভাইরাল ভিডিওর মাত্র দুই মাস পর, গত ১৩ আগস্ট, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের পোর্টসমাউথ আদালতে ক্রিস্টিন কেবট তার স্বামী অ্যান্ড্রু কেবট-এর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এই খবরও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী জুলিয়া কেবট জানিয়েছেন, ঘটনাটির পর তিনি অ্যান্ড্রুকে বার্তা পাঠিয়ে বিষয়টি জানতে চান। জবাবে অ্যান্ড্রু জানান,“ক্রিস্টিনের সঙ্গে তার আর কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নেই। একই বাড়িতে থাকলেও তা শুধুই একটি আর্থিক বন্দোবস্ত।”

তাদের বাড়িটি নিউ হ্যাম্পশায়ারের উপকূলে অবস্থিত, যার মূল্য ২২ কোটি ডলার এবং তাতে ১৬ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে। তারা শুধু ঋণ পরিশোধের জন্য একসঙ্গে রয়েছেন, অন্য কোনো সম্পর্ক আর অবশিষ্ট নেই বলেই জানান অ্যান্ড্রু।

এই ঘটনা একটি বড় বার্তা দিয়েছে—পেশাদার পরিবেশে ব্যক্তিগত সীমারেখা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, “একটি মুহূর্ত পুরো জীবন উল্টে দিতে পারে।” তাই সম্পর্ক ও আচরণ নিয়ে আরও বেশি সচেতন, যত্নশীল ও দায়িত্বশীল হওয়া উচিত।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে