ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঋণের টাকা আদায় করতে যা করলেন ব্যাংক কর্মকর্তা

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৪:০০:৩১
ঋণের টাকা আদায় করতে যা করলেন ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সরব হয়েছেন এক ব্যাঙ্ক কর্মকর্তার বিরুদ্ধে । রাজধানীর একটি ভবনের সামনে দাঁড়িয়ে তাঁরা ‘জাহাঙ্গীর সাহেব’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে উচ্চস্বরে প্রতিবাদ জানান, যিনি তাঁদের দাবি অনুযায়ী প্রায় ৬ কোটি টাকা ঋণ নিয়েও তা ফেরত দেননি।

ভিডিও ফুটেজে দেখা যায়, একাধিক ব্যক্তি জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে অভিযোগ করছেন, তিনি তাদের বেতন বন্ধ করে দিয়েছেন, ঋণের কিস্তি পরিশোধ করেন না, এমনকি তাদের টাকা দিয়ে নিজে ফ্ল্যাট কিনেছেন। এক পর্যায়ে, প্রতিবাদকারীরা ভবনের ওপর থেকে জাহাঙ্গীরকে নিচে নেমে আসতে বলেন এবং ‘বাটপারি’ বন্ধ করতে বলেন।

ব্যাঙ্ক কর্মকর্তা দাবি করেন, গত ৬ বছর ধরে টাকা ফেরত না দিয়ে জাহাঙ্গীর গুন্ডা ভাড়া করে ভয়ভীতি দেখিয়েছেন, এমনকি জিহ্বা ছিঁড়ে ফেলার, জামাকাপড় খুলে ফেলার এবং পুকুরে চুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ ওঠে।

তারা বারবার উল্লেখ করছেন, ৬ কোটি টাকা পাওনা রয়েছে এবং তার বিনিময়ে জাহাঙ্গীর সাহেবকে 'করান বস্তি'তে গিয়ে ভাড়া থাকতে হবে— এমন মন্তব্যও করতে শোনা যায়। ভিডিওজুড়ে প্রতিবাদকারীরা টাকা ফেরতের দাবিতে স্লোগান দিচ্ছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে জাহাঙ্গীর সাহেবের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিও দেখতে ক্লিক করুন

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে