ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জেড গ্রুপের শেয়ার: লাভের খুশি, ঝুঁকির সতর্কতা

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৯:১৬:৪০
জেড গ্রুপের শেয়ার: লাভের খুশি, ঝুঁকির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ছিল জেড গ্রুপের জন্য দিকচিহ্নপূর্ণ দিন। একদিকে এই গ্রুপের শেয়ার উত্থানের শীর্ষে চমক দেখিয়েছে, অন্যদিকে পতনের তালিকাতেও একক আধিপত্য জিইয়ে রেখেছে। বাজারজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে জায়গা করে নিয়েছে জিবিবি পাওয়ার ও জেনারেশন নেক্সট টেক্সটাইল।

ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার ও জেনারেশন নেক্সট। জিবিবি পাওয়ার গত তিন দিন ধরে ধারাবাহিক উত্থানের ধারা ধরে রেখেছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আগ্রহ জন্মেছে। জেনারেশন নেক্সটও দুই দিন ধরে ধারাবাহিকভাবে উত্থান করছে, যা বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে।

তবে উত্থানের এই চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে পতনের তালিকাতেও জেড গ্রুপের আধিপত্য চোখে পড়েছে। এদিন লেনদেনে শীর্ষ পতনের তালিকায় স্থান নিয়েছে পিপলস লিজিং, শ্যামপুর সুগার, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইয়াকিন পলিমার এবং মেট্রো স্পিনিং। অর্থাৎ শীর্ষ দশ পতনশীল কোম্পানির মধ্যে আটটিই জেড গ্রুপভুক্ত।

বাজার বিশ্লেষকদের মতে, জেড গ্রুপের শেয়ারে অস্বাভাবিক ওঠানামা এখনো অব্যাহত। স্বল্পমেয়াদি উত্থানকে সুযোগ হিসেবে দেখলেও, গ্রুপটির দুর্বল আর্থিক অবস্থান এবং দীর্ঘমেয়াদি খারাপ পারফরম্যান্স বিনিয়োগকারীদের শঙ্কিত করছে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক খাতভুক্ত কয়েকটি কোম্পানির শেয়ার ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।

তাদের পরামর্শ অনুযায়ী, মৌলভিত্তি দুর্বল কোম্পানিতে ঝুঁকির চেয়ে স্থিতিশীল শেয়ারে বিনিয়োগ করাই নিরাপদ। যদিও কিছু শেয়ারে সাম্প্রতিক উত্থান স্বল্পমেয়াদি ট্রেডারদের জন্য লাভজনক, দ্রুত মুনাফার লোভে বিনিয়োগ করলে যথাযথ সতর্কতা না থাকলে বড় ক্ষতির সম্ভাবনা থাকে।

দীর্ঘদিন ধরে পতনের তালিকায় থাকা কোম্পানিগুলোর দুর্বল মৌলভিত্তি এবং অনিয়মও আলোচনায় রয়েছে। বাজার সংশ্লিষ্টরা সাধারণ বিনিয়োগকারীদের এসব শেয়ার থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

সার্বিকভাবে বলা যায়, জেড গ্রুপের শেয়ার যেন উত্থান-পতনের প্রতীক। জিবিবি পাওয়ার ও জেনারেশন নেক্সটের উত্থান স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে, তবে একই দিনে একগুচ্ছ কোম্পানির পতন আবারও গ্রুপটির অস্থিরতার চিত্র তুলে ধরেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে