ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাতীয় দলের ক্রিকেটারের বাবার বেদনার কাহিনী

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৯:৫১:১০
জাতীয় দলের ক্রিকেটারের বাবার বেদনার কাহিনী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী শেষ বয়সে দারিদ্র্য ও টানাপোড়েনের কারণে সিলেটের একটি হাউজিং এস্টেটে মাসিক ৮ হাজার টাকা মজুরিতে নিরাপত্তা রক্ষীর কাজ করছেন। দীর্ঘ প্রায় চার বছর ধরে নাসুমের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। যদিও নাসুম দাবি করেছেন, তিনি নিয়মিত বাবার জন্য পর্যাপ্ত অর্থ পাঠাচ্ছেন এবং দায়িত্ব পালন করছেন।

আক্কাস আলী জানিয়েছেন, তিনি তার ছেলের জন্য দোয়া করেন এবং বড় কিছু করার আশায় আছেন, তবে নাসুমের প্রতি তার কোনো অভিযোগ নেই। তিনি বাবার অবস্থান থেকে নাসুমের কাছে কোনো চাওয়া-পাওয়া রাখেন না।

তবে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বলছেন, নাসুমের বিয়ের পর থেকে বাবা-ছেলের মধ্যে দূরত্ব বেড়েছে। ২০২১ সালে আক্কাস আলীর স্ত্রী ও নাসুমের মা মারা গেছেন। এলাকায় নানা কষ্ট সত্ত্বেও আক্কাস আলী নাসুমকে ক্রিকেটার হিসেবে গড়তে অনেক ত্যাগ স্বীকার করেছেন। ক্রিকেটার হওয়ার পরও নাসুমের অবহেলায় তারা দুঃখ প্রকাশ করেছেন।

নাসুম টেলিফোনে জানিয়েছেন, তিনি নিয়মিত বাবার জন্য অর্থ পাঠাচ্ছেন এবং বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এই ঘটনা ‘আলোর নিচে অন্ধকার’ প্রবাদের বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সাফল্যের শিখরে থাকা একজন ক্রিকেটারের বাবা চরম দারিদ্র্যের মধ্যেই দিন কাটাচ্ছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে