ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইন্টেলে ১০% শেয়ার অধিগ্রহণ করল ট্রাম্প প্রশাসন

২০২৫ সেপ্টেম্বর ০৭ ২০:০৬:৫৫
ইন্টেলে ১০% শেয়ার অধিগ্রহণ করল ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইন্টেল-এর ১০% শেয়ার অধিগ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন, যা যুক্তরাষ্ট্র সরকারের করপোরেট অংশীদারত্বে এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টেলের সিইও লিপ-বু ট্যানের পদত্যাগ দাবি করেন। সেই উত্তপ্ত পরিস্থিতিতে গত শুক্রবার ট্রাম্প এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে এক বৈঠকে বসেন লিপ-বু ট্যান। বৈঠকের পরই এই চুক্তি সম্পন্ন হয়।

বাণিজ্যমন্ত্রী লুটনিক এক্স (সাবেক টুইটার)-এ লেখেন:“যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ লিপ-বু ট্যানকে, এমন একটি ন্যায্য চুক্তির জন্য।”

ট্রাম্প সাংবাদিকদের বলেন:“তিনি (লিপ-বু ট্যান) চাকরি রাখতে এসেছিলেন, কিন্তু শেষমেশ আমাদের জন্য ১০ বিলিয়ন ডলার দিয়ে গেলেন। আমরা ১০ বিলিয়ন ডলার পেয়ে গেলাম।”

বিশ্লেষকরা ধারণা করছেন, ইন্টেল যে প্রায় ১০ বিলিয়ন ডলার অনুদান পাচ্ছে ‘চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট’-এর অধীনে, তারই বিনিময়ে এই শেয়ার হস্তান্তর হয়েছে। যদিও সরকারিভাবে এই বিষয়টি বিস্তারিতভাবে নিশ্চিত করা হয়নি।

এই চুক্তি ট্রাম্প প্রশাসনের সঙ্গে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আরও কিছু অস্বাভাবিক চুক্তির ধারাবাহিকতা। যেমন:NVIDIA-কে চীনে তাদের H20 AI চিপ বিক্রির অনুমতি দেওয়া হয়, যার বিনিময়ে যুক্তরাষ্ট্র সরকার ১৫% লাভের অংশীদার হয়।AMD-ও অনুরূপ চুক্তিতে যুক্ত হয়েছে।

এই ধরনের সরকারি হস্তক্ষেপ করপোরেট স্বাধীনতা এবং ঝুঁকির দিক থেকে উদ্বেগজনক বলে মনে করছেন সমালোচকরা। তারা বলছেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক পরিবেশে অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং বিদেশি বিনিয়োগেও প্রভাব ফেলতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে