ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেষ পর্যন্ত পদত্যাগ করলেন এশিয়ার ক্ষমতাধর প্রধানমন্ত্রী

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৬:২৪:০৭
শেষ পর্যন্ত পদত্যাগ করলেন এশিয়ার ক্ষমতাধর প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নিজ দলে ভাঙন ঠেকাতে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে সকাল থেকেই তার পদত্যাগের গুঞ্জন চাউর হয়। খবর এনবিসি নিউজের।

ইশিবার পদত্যাগের মাধ্যমে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল।

জাপানে সম্প্রতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চাল নীতির সংস্কার, আঞ্চলিক উত্তেজনা, এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাব—এসব বিষয় ঘিরে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। এই পরিস্থিতিতে ইশিবা দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

গত বছর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে ক্ষমতায় আসার পরপরই তার নেতৃত্বাধীন জোট সংসদের উচ্চ ও নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়, যা রাজনৈতিকভাবে বড় ধাক্কা ছিল।

জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে দলের অভ্যন্তরে তার প্রতি চাপ বাড়তে থাকে। বিশেষ করে এলডিপির ডানপন্থি সদস্যরা তার পদত্যাগ দাবি করে আসছিলেন। এই এলডিপি দলই যুদ্ধ-পরবর্তী সময়ের বেশিরভাগ সময়ে জাপানের সরকারে ছিল।

নির্বাচনে পরাজয়ের পর এলডিপি তাদের কার্যক্রম পর্যালোচনা করে এবং দলে বড় পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে। সেই চাপেই শেষ পর্যন্ত পদত্যাগ করলেন শিগেরু ইশিবা।

পদত্যাগের আগে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। ওই চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয়, যার বিনিময়ে মার্কিন বাজারে জাপানি গাড়ি শিল্পে শুল্ক ছাড় পাওয়ার কথা ছিল। তবে চুক্তিটি চূড়ান্ত হলেও তার বাস্তবায়ন না করেই বিদায় নিতে হলো ইশিবাকে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে