ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম

২০২৫ আগস্ট ৩১ ১২:৫৩:০০
নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু পরিচালক পদেই নয়, ভবিষ্যতে বিসিবির সভাপতি হওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

দেশের একটি প্রথম সারির পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন,“প্রথম ধাপে আমি বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছি। একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে পরবর্তী ধাপে সভাপতির দায়িত্ব নেব কি না, তা সময়ই বলে দেবে।”

তামিম ইকবাল ইতোমধ্যে নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন। তিনি বিসিবির গঠনতন্ত্র এবং ভোটপ্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন,“বিসিবি নির্বাচনে সরাসরি সভাপতি হওয়া যায় না। প্রথমে পরিচালক হতে হয়। এরপর পরিচালকদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হন।”

তামিমের লক্ষ্য: বাস্তবায়নযোগ্য ২-৩টি উদ্যোগনির্বাচিত হলে কী ধরনের পরিকল্পনা তার রয়েছে—সে প্রশ্নের জবাবে তামিম বলেন,“চার বছরের মেয়াদে যদি অনেক কিছু একসঙ্গে করতে যাই, তাহলে কিছুই শেষ হবে না। আমি চাই, এক বা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ফোকাস করতে—যেমন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানো।”

তিনি আরও বলেন,“আমি ২০-২৫ বছর ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত, কাছাকাছি সময়ে খেলা ছেড়েছি। তাই জানি, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের কী প্রয়োজন।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ডে মোট ২৫ জন পরিচালক থাকেন, যাদের নির্বাচন হয় তিনটি ক্যাটাগরিতে:

ক্যাটাগরি ১ (ঢাকাভিত্তিক ক্লাব): ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন

ক্যাটাগরি ২ (আঞ্চলিক ও জেলা): বিভাগ ও জেলার প্রতিনিধিদের ভোটে ১০ জন

ক্যাটাগরি ৩ (অন্যান্য প্রতিনিধি): ১ জন

এনএসসি মনোনীত: ২ জন

এরপর এই ২৫ জন পরিচালকের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হন।

তামিমের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। কারণ দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের প্রতিনিধি বা অভিজ্ঞ কণ্ঠ প্রশাসনে অনুপস্থিত। তার মতো অভিজ্ঞ কেউ বোর্ডে এলে তা খেলোয়াড়দের অধিকার, সুবিধা ও দীর্ঘমেয়াদি উন্নয়নে বড় অবদান রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে